Tuesday 28 June 2011

সেদিনও বৃষ্টি ছিল কলকাতায়

সেদিনও বৃষ্টি ছিল কলকাতায়
সারাদিন, ইলশেগুড়ি |
পলিথিন মোড়া ফুটপাথে
মেনকার সংসার |
বিশ্বামিত্র  তখনও ধ্যানে |
অপ্সরার ছলাকলা 
অপেক্ষায় নিশুতি রাতের |
বোকা মেয়ে জানত না
ধ্যান ভাঙ্গার গান শুরুর আগেই 
হিংসুটে বৃষ্টি ভাসাবে কলকাতাকে  |
পলিথিনে মোড়া সংসার
ভেসে যাক কাগজের নৌকোর মত   |
তবু ধ্যান আজ ভাঙবেই |
বিপদজনক নোটিশ ঝোলানো
বাড়িতে শুরু হয় লাস্য |
আবহ  সঙ্গীতে সেই বৃষ্টিরই শব্দ |
এত নিষ্ঠা নেই তোমার বিশ্বামিত্র
যত মেনকার আছে |
এমন আকাশ  ভাঙ্গা লাস্যে
তুমি সিক্ত হবে জানি |
সেদিন ওই ভেজা কলকাতায়
বিপদজনক বাড়িটিতে যা ঘটে
তার ফলে জন্ম নেয় শকুন্তলা
কলকাতার ফুটপাতে |




No comments:

Post a Comment