Thursday 7 April 2011

গৃহ প্রবেশ


প্রথম  আমার গৃহ প্রবেশের দিন
বলতে পারিনি ঘরে ঢোকবার ছড়া 
উনুনে  সেদিন উলে  ওঠেনি দুধ
কাঁখালেও  আমি তুলতে পারিনি ঘড়া | 
শেষ আশা ছিল পাঁকাল মাছটি ঘিরে
মনে হয়ে ছিল জাপটে ধরব মীন
লাফ দিল ওটা আঙ্গুলের ফাঁক গালে
উঠানে খুঁজেছি দুবছর প্রতিদিন |


আচ্ছা বলতো আমি কি জাতিস্মর!
মনে পড়ে কেন মস্ত আরাম কেদারা
মনে পড়ে কেন সাদা মার্জারখানি 
নিয়ে খেলছিল নরম উলের গোলা |
পাশে কেন ছিল রাখা আচারের বাটি
আচ্ছা বলতো  পোয়াতি ছিলাম নাকি! 
জানালার পাশে বুগনভেলিয়া আর 
নিজে হাতে পাতা নরম বিছানা চাদর 
আচ্ছা বলতো আমি কি জাতিস্মর! 
মনে পড়ে দিন চলচ্ছবির মত 
পাঁকাল মাছটি ধরতে পারলে পর 
এ জনমেও এই সব কিছু হত! 


No comments:

Post a Comment